অর্থ-বানিজ্যকক্সবাজাররামুসারাদেশ
Trending

ভূয়া চিকিৎসার অভিযোগে রামুতে ফার্মেসী সিলগালা করে দিল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
ককসাবাজারের রামুতে চিকিৎসার নামে অপচিকিৎসার অভিযোগে আল মদিনা নামে একটি ফার্মেসী সিলগালা করে দিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। গতকাল ১৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২টার দিকে অভিযোগের ভিত্তিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। ফার্মেসী পরিচালনার কাগজপত্র না থাকায় ফার্মেসীটি সীলগালা করে দেন।এলাকাবাসীরা জানান নুরুল আমিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত উমখালী স্টেশনে ডাক্তার পরিচয় দিয়ে ফার্মেসী পরিচালনা করে আসছিল। নুরুল আমিনের ডাক্তারি কোন সনদ নেই। ভুক্তভোগী এক ব্যক্তি জানান কিছু দিন পূর্বে তিনি নুরুল আমিনের কাছে নিয়ে গিয়ে তার ছেলের খৎনা করান। তিন দিন পর ব্যান্ডেজ খোলার সময় দেখতে পান তার ছেলের পেনিস অস্বাভাবিকভাবে ফোলে গেছে।পরবর্তীতে তিনি অনেক টাকা খরচ করে তার ছেলেকে সুস্থ করে তোলেন। অভিযানের খবর পেয়ে নুরুল আমিন আত্মগোপনে চলে যান।

Related Articles

Back to top button