কক্সবাজার
আট মহল্লা সমাজ কমিটির ঈদ পূনর্মিলনীতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নজিবুল্লাহ খাঁন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের আট মহল্লা সমাজ কমিটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থী নজিবুল্লাহ খান বলেন, “সমাজের সকলের ঐক্য প্রচেষ্টা ও যুগপযোগী সিদ্ধান্ত মোতাবেক আট মহল্লার সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।”
সোমবার রাতে শহরের এন্ডারসন রোডে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, “সামাজিক ভাবে অত্র ওয়ার্ডের উন্নয়নে সমাজের সকলের যৌথ সিদ্ধান্তে যাকে প্রতিনিধির দায়িত্বে দেখতে চান সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে কাজ করে যাব।”
এসময় আট মহল্লা সমাজ কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হাসান সহ কমিটির নির্বাহী সদস্যবৃন্দ ও সমাজের অন্যান্য নেতৃতবৃন্দ উপস্থিত ছিলেন।