খেলা

আইরিশ ব্যাটসম্যানকে ব্যাট উপহার পান্ডিয়ার।

স্পোর্টস রিপোর্টঃ

হার্দিক পান্ডিয়া মুগ্ধ। গত পরশু ভারতের বিপক্ষে আইরিশ তরুণ হ্যারি টেকটরের ব্যাটিং দেখে চমকে গেছেন ভারতীয় অলরাউন্ডার। অধিনায়কত্ব অভিষেকে প্রতিপক্ষে এক ব্যাটসম্যানের ঝড়ে হারের সম্ভাবনা জেগেছিল, কিন্তু এতে পান্ডিয়া বরং খুশি হয়েছেন।

আয়ারল্যান্ডের মতো দলের এক তরুণকে এমন ভয়ডরহীন ক্রিকেট খেলতে দেখে মুগ্ধ হয়ে নিজের একটি ব্যাট উপহার দিয়েছেন পান্ডিয়া।

ভারতের মূল দলের অনেকেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। তাই আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রায় দ্বিতীয় দল পাঠিয়েছে ভারত। সে দলের অধিনায়কত্ব পান্ডিয়াই করছেন। নিজের অধিনায়কত্বের শুরুটা পান্ডিয়ার চমৎকার হয়েছিল। ৪ ওভারের মধ্যে আইরিশদের ৩ উইকেট ফেলে দিয়েছিল ভারত। সেটাও মাত্র ২২ রানে।

বৃষ্টিতে ১২ ওভারে নেমে আসা ম্যাচে এরপর আর আগ্রহ থাকার কথা ছিল না। কিন্তু প্রতি–আক্রমণ করে প্রতিপক্ষকে চমকে দিয়েছেন টেকটর। ৬ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৬৪ রান করে আয়ারল্যান্ডকে লড়াই করা মতো একটা স্কোর এনে দিয়েছিলেন। পান্ডিয়া ম্যাচ শেষেই মুগ্ধ হয়ে বলেছিলেন, ‘আজ হ্যারির কিছু শটে আমি স্তব্ধ হয়ে গেছি। ওর ক্রমোন্নতি দেখার অপেক্ষায় আছি।’

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে টেকটরকে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছেন পান্ডিয়া, ‘এটা তো স্বীকার করতেই হবে, সে অসাধারণ কিছু শট খেলেছে। ওর বয়স ২২, আমি ওকে একটা ব্যাটও দিয়েছি, যাতে ও আরও বেশি ছক্কা মারে এবং আইপিএলের চুক্তি পায়। ওর জন্য শুভকামনা। শুধু ওর ভালো দেখভাল করুন এবং সঠিক পথনির্দেশনা দিন।’

Related Articles

Back to top button