
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওসমান গণি নামে আরেক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
তিনি বলেন, ভর্তি রোগীদের মধ্যে একজন গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে প্রায় সব রোগীদের শ্বাসনালী পুড়ে গেছে। যার সঙ্গে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে।’
গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয় ১২ জেলে। তারমধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।