কক্সবাজার
কক্সবাজারে মোটর সাইকেল দূঘর্টনায় তরূণ শিল্পী ফরহাদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কলাতলীতে সড়ক দূর্ঘটনায়
তাহসিন ফরহাদ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
নিহত তাহসানের বন্ধু মো. পারভেজ জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে কলাতলি মোড়ের পাশে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার মৃত্যু হয়।
তার পিতা নুরুল আজিম কক্সবাজার শহরের একজন ব্যবসায়ী। তাহসান ফরহাদ কক্সবাজারের সম্ভাবনাময়ী গিটার বাদক ছিলেন।