কক্সবাজারে শেখ কামালের জন্মদিনে ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে কক্সবাজার পৌর ছাত্রলীগ।
শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
তিনি বলেন, “শেখ কামালের দূরদর্শী ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা থেকে শিক্ষা নিয়ে ছাত্রলীগের সকল তরূন প্রজন্মকে বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতিকে উজ্জীবিত রাখতে হবে।”
সভায় জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে লালদিঘির পাড় জামে মসজিদের ইমাম মওলানা রিদুয়ান শহীদ শেখ কামাল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিহর পরিবারের সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করেন।
পরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ।