
ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার শহরের সুগন্ধা মোড়ে একটি বাসের ধাক্কায় অটোরিকশার ড্রাইভার ও পর্যটকসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আহত ৯ পর্যটক চট্টগ্রাম কর্ণফুলী থেকে বেড়াতে আসে। টিকেট না পাওয়ায় টিকেট কাউন্টার থেকে টমটম নিয়ে কলাতলি ডায়মন্ড হোটেলে যাওয়ার পথে রাত ১টার সময় দূর্ঘটনার মুখোমুখি হন তারা।
গুরুতর আহত পর্যটকরা হলেন মাসুদ, সুমন, আহতদের মধ্য অন্যরা হলেন রনি,রাব্বি , শহিদ, মাসুদ, নেজাম, রায়হান সহ স্থানীয় এক অটোরিকশা চালক।
তারা সকলেই বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে বাসের চালক ও হেলপার কে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে।