সম্পাদকীয়
ছাত্রলীগ নেতা ইমন হত্যা মামলায় ৮ জনকে আসামী করে মামলা।

ডেস্ক রিপোর্টঃ
ছাত্রলীগ নেতা ইমন হাসান মওলা হত্যার মামলা দায়ের করা হয়েছে। নিহত ইমনের পিতা মোহাম্মদ হাসান বাদী হয়ে ২৪ জুলাই সকালে এ মামলা দায়ের করে।
কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা মামলায় ৮ জন কে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, আব্দল্লাহ খান প্রকাশ আব্দু খান,রমজান আলী,আব্দুল্লাহ আহাদ ছোটন,ছৈয়দ আকবর,মুন্না ( কালা মুন্না), মোহাম্মদ সানি,মোহাম্মদ জুয়েল প্রকাশ ফরহাদ ও মোহাম্মদ তৌহিদ। এ ছাড়াও ৭/৮ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে মামলায়।