উখিয়াকক্সবাজারসারাদেশ
Trending

উখিয়ায় দাফনের ২৭ বছর পর কবরে অক্ষত জনুর লাশ

নিজস্ব প্রতিবেদক
উখিয়ায় ২৭ বছর আগে মারা যাওয়া অক্ষত একব্যক্তির লাশ কবরে পাওয়া গেছে। পুরনো কবর থেকে অক্ষত লাশ পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাশটি দেখতে ভীড় করছে মানুষ। জানাযায় লাশটি পূর্ব মরিচ্যা মৃত হাজী মুজাহের মিয়ার দ্বিতীয় ছেলে মৃত জয়নাল আবেদীন প্রকাশ জনুর বলে শনাক্ত করা হয়। ৯ সেপ্টেম্বর মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি নির্মাণ করার লক্ষ্যে পুরাতন মসজিদের বিভিন্ন অংশ ভাঙ্গতে মাটি খোঁড়াখুঁড়ির সময় অক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়।
স্থানীয় ও স্বজনরা জানান, ২৭ বছর আগে পূর্ব মরিচ্যা এলাকার জয়নাল আবেদীন মারা যান। তাকে মরিচ্যা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন দেয়া হয়। সম্প্রতি মডেল মসজিদ নির্মাণের জন্য কাজ শুরু হয়। মাটি খোঁড়াখুঁড়ির সময় অক্ষত অবস্থায় তাঁর লাশটি দেখতে পায়।
জনুর লাশটি মসজিদ কমিটি ও আলেমদের পরামর্শক্রমে এবং পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে দক্ষিণ মরিচ্যা কবর স্থানে পুনরায় দাফন করা হয়। স্থানীয় আলম সিকদার লাশটি শনাক্ত করে বলেন, ২৭ বছর আগে পূর্ব মরিচ্যা এলাকার হাজী মুজাহের মিয়ার দ্বিতীয় ছেলে জয়নাল আবেদীন প্রকাশ জনু ১৯৯৬ সালের ২১ জুন মৃত্যু বরণ করেছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

Related Articles

Back to top button