সম্পাদকীয়
নিহত তাহসিনের মৃত্যুতে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের শোক।

ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড ডিপার্টমেন্টের প্রথম পর্বের ছাত্র তাহসিন ফরহাদ মঙ্গলবার রাত ১১ টার দিকে কলাতলি মোড়ের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হলে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ ও নানা সাংস্কৃতিক এবং সামাজিক ছাত্র সংগঠন।
এবিষয়ে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফাওয়াজ জানান , “ফরহাদ অত্যন্ত নম্র , মেধাবী ও সংস্কৃতিমনা ছাত্র ছিল। সে একজন সম্ভাবনাময়ী গিটার বাদকও ছিল।”
তার মৃত্যুতে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ পরিবার শোকাভিভূত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।