আন্তর্জাতিক

বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

শ্রীলঙ্কার রাজধানীতে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছে হাজারো বিক্ষোভকারী। রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন কলম্বোতে এসে জড়ো হচ্ছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। গত কয়েকমাস ধরেই দেশটিতে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছে। তবুও ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন না প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এবার আন্দোলনকারীরা তার বাসভবনেই ঢুকে পড়লো। বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে বিবিসি বলছে, এরই মধ্যে বাসভবন ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট। তবে তথ্যটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন গোটাবায়া রাজাপাকসে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা নিরাপত্তা বলয় ভেঙে প্রেসিডেন্ট বাসভবনে ঢুকে পড়েছেন।

Related Articles

Back to top button