পর্যটকশূন্য কক্সবাজার, পর্যটনসংশ্লিষ্টদের ধারণা ৫টি কারণ।

ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, “কক্ষভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটকের সাড়া না পাওয়ার পেছনে পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলোঃ
১. সিলেটসহ দেশের উত্তরবঙ্গের ২০ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মানুষকে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। এখনো বন্যাকবলিত লাখো মানুষ। ওই সব অঞ্চলের মানুষ সাধারণত সৈকতে ভ্রমণে বেশি আসেন।
২. ঈদের ছুটির পরপরই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার আগে পরিবার নিয়ে সৈকতে ভ্রমণে আগ্রহী নয় সাধারণ মানুষ।
৩. পদ্মা সেতু চালুর পর পর্যটকের নজর কাড়ছে সুন্দরবন, কুয়াকাটা ও খুলনা অঞ্চল। আগে যাঁরা কক্সবাজার সৈকতে ভ্রমণ করেছেন, তাঁরা এবার ভ্রমণের তালিকায় যোগ করেছেন পদ্মা সেতু এবং আশপাশের এলাকাগুলোকে।
৪. করোনা সংক্রমণ ও মৃত্যুহার দ্রুত বাড়ছে। এ কারণে মানুষের মনে শঙ্কা জাগছে।
৫. বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগামী, অর্থসংকটে মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এ কারণে ভ্রমণের খরচ সাশ্রয় করছেন তাঁরা।