প্রেসিডেন্টের সুইমিং পুলে বিক্ষোভকারীদের আনন্দ

অর্থনৈতিক ও জ্বালানি সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনসাধারণের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। গত কয়েকমাস ধরেই দেশটিতে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছে। তবুও ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন না প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এরই মধ্যে এবার আন্দোলনকারীরা তার বাসভবনেই ঢুকে পড়েছে। বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে বিবিসি বলছে, বাসভবন ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হাজার হাজার মানুষ শনিবার পূর্ব-ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী কলম্বোতে জড়ো হন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তারা প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে ঢুকে পড়েন।
এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে সাঁতার কাটছেন। এ সময় পুলের পাশে দাঁড়িয়ে অনেক বিক্ষোভকারীকে দেশটির পতাকা উড়াতে দেখা যায়।
এই নিয়ে এরই মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। তিনি সংসদের অধিবেশন আহ্বান করতে স্পিকারের প্রতিও অনুরোধ জানিয়েছেন।