আন্তর্জাতিক

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাত নয়টা নাগাদ রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে।খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

দুই ইঞ্জিনবিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমানটি সোভিয়েত আমলের তৈরি। বিধ্বস্ত বিমানটি ১৯৬০ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়।

বৃহস্পতিবার রাজস্থানের বিমানঘাঁটিতে প্রশিক্ষণের সময় মাঝআকাশে বিমানটি ভেঙ্গে পড়ে।

বারমার জেলা প্রশাসক লোক বান্দু জানান, জেলার ভিমদা গ্রামের প্রায় আধাকিলোমিটার এলাকা জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

ভারতীয় বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানতে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে বিমানবাহিনী ও সরকারি কর্মকর্তারা পৌঁছেছেন।

Related Articles

Back to top button