বৃক্ষের চারা বিতরণ করেছে জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদকঃ
রামুর জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন জোয়ারিয়ানালা এইচ এম সাচি উচ্চ বিদ্যালয় শাখার নেতৃবৃন্দদের সাথে নিয়ে বৃক্ষের চারা বিতরণ করেন।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন,“জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় আমার বেড়ে উঠার সিঁড়ি। তাই একজন ছাত্রপ্রতিনিধি এবং উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুলের পরিবেশ ভারসাম্য বজায় রাখতে এই আয়োজন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক জানান,“চিরসবুজ বাংলার পরিবেশ ভারসাম্য বজায় রাখতে ছাত্রলীগের এইধরণের বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় বিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক নূরুল হূদা,বোরহান উদ্দিন ,ফরিদুল আলম,মেরি, ইসমত জাহান ডালিয়া আক্তার, সাজেদা আক্তার ,বাবুল শর্মা ,নাসির উদ্দিন ,মো: দানু ,তালেব উল্লাহ ছিদ্দিক, ছাত্রলীগ নেতা তারেক উদ্দিন মিশুক সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।