
মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীর মাতারবাড়িতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ব্রিজের পূর্ব পাশে বৈদ্যুতিক খুঁটিতে কিশোরের ঝুলন্ত লাশটি দেখতে পায়। পরে মহেশখালী থানা ও পল্লী বিদ্যুতের মহেশখালী জোনাল অফিসকে জানায় তারা। এরপর ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত ওই লাশটি মাতারবাড়ি ৩ নং ওয়ার্ডের সোনামিয়ার পুত্র ইদ্রিসের।