উখিয়াকক্সবাজারসারাদেশ
Trending

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক, যেসব বিষয় গুরুত্ব পেলো

নিজস্ব প্রতিবেদক
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ সেতুর কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অন্যদিকে বিজিপির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কিয় নাইং সোইয়ের নেতৃত্বে ১০ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল অংশ নেয়।
দুপুরে বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, পতাকা বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে পরস্পরকে জানানো এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে দুই দেশের অধিনায়ক ঐকমত্য পোষণ করেন।

Related Articles

Back to top button