কক্সবাজারমহিলা অংগনরামুসংগঠন সংবাদ
রামু মহিলা আ’লীগের কমিটি বিলুপ্তঃ আফসানা জেসমিন পপিকে আহ্বায়ক করে কমিটি অনুমোদন।

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রামু উপজেলা শাখার কার্যক্রম স্থবির হওয়ায় পূনরায় গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমা আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক হামিদা তাহের এ কমিটি অনুমোদন দেন।
সংবাদপত্রে প্রেরিতে জেলা সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত ১৫ জুলাই নতুন আহবায়ক কমিটি দিয়েছেন তাঁরা।
উক্ত কমিটিতে আফসানা জেসমিন পপিকে আহবায়ক, খোদেস্তা বেগম রীনা ও কুলছুমা আকতারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া আশুর বালা, আনোয়ারা বেগম, জাহানারা বেগম ও পপি শর্মাকে সদস্য মনোনীত করা হয়েছে।