শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।

শহর প্রতিনিধিঃ
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।
শুক্রবার জন্মবার্ষিকী উপলক্ষে জুমার নামাজের পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে কক্সবাজার সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক, যুগ্ম আহবায়ক-১ আশরাফ হোসেন হৃদয়, যুগ্ম আহবায়ক নুরুল আবরার সাকিব, যুগ্ম আহবায়ক সৈয়দ সাফাওয়া সজীব, যুগ্ম আহবায়ক শাহেদুর রহমান, যুগ্ম আহবায়ক ইসতিয়াক হোসেন খোকা,যুগ্ম আহবায়ক রবিউল হাসান সাকিব, যুগ্ম আহবায়ক নাজমুছ সাকিব সোহাগ,যুগ্ম আহবায়ক জায়েদ মোহাম্মদ ফরহাদ, যুগ্ম আহবায়ক আসিফুল করিম আসিফ সহ কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।