কক্সবাজারটেকনাফসারাদেশ
Trending

টেকনাফে র‌্যাবের অভিযানে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি কামালকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত আসামি হলেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানখালী ভিলেজার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে কামাল উদ্দিন (৪০)। র‌্যাব-১৫ কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার বিকেলে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজার মুরা এলাকায় মোঃ কামাল প্রায় সময়ই ভিকটিম হোসনে আরা এর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় দাঁড়ালো অস্ত্র নিয়ে ভিকটিমের উপর হামলা চালায়। এ সময় ভিকটিম হোসনে আরা, তার ছেলে মঈনুদ্দিন বাপ্পী ও মেয়ে সানজিদা আহত হয়। পরবর্তীতে আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার দেয়া হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাব-১৫ কক্সবাজার এ সংক্রান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে আসামিকে গ্রেফতার করতে তৎপর থাকে এবং বিভিন্ন অভিযানের পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় অভিযান পরিচালনা করে এবং র‌্যাব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে স্থানীয় নিরীহ লোকজনের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে হামলা, মারধর করে জিম্মি করে রাখে বলে জানা যায়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে

Related Articles

Back to top button