সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমিতির নির্বাচনঃ সভাপতি কাশেম সম্পাদক দুলাল।

শহর প্রতিনিধি
কক্সবাজার সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমিতি লিঃ (রেজি নং-৫৪/কক্স) এর কার্যকরী পরিষদ নির্বাচন উৎসবমুখর ও জমকালো পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার সৈকতের লাবনী পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ কার্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে ৫৭ ভোট পেয়ে চেয়ার প্রতীকে সভাপতি নির্বাচিত হয়েছেন কাসেম আলী। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বর্তমান সভাপতি আনোয়ার উল্লাহ। অপরদিকে ৪৭ ভোট পেয়ে আনারস প্রতীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুশারফ হোসেন দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
বরাবরের মতো প্রবীণ এবং নবীণদের সমন্বয়ে গঠিত দুটি প্যানেল প্রতিদন্ধীতা করেন। যেখানে কাশেম আলী-দুলাল পরিষদ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করেন।
এতে নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি পদে জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইউনুস, সদস্য পদে আবু শামা, জয়নাল আনেদিন জুয়েল, আব্দুস সালাম, মোঃ শরিফ, মোঃ ইসমাইল, নোমান, আব্দুল করিম ও জাহাঙ্গীর আলম।
এতে নির্বাচন পরিচালনা কমিঠির দায়িত্বে যথাক্রমে কবির আহমদ, তপন দাশ ও আজিজুল হক মঞ্জু ছিলেন।