কক্সবাজারকক্সবাজার সদর
Trending

ভীতিহীন পরিবেশে শিশুদের বিচারের অধিকার নিশ্চিত করতে হবে

জেলা জজ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেছেন, আইনের সাথে সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের নিরাপদ, নির্বিঘ্ন ও ভীতিহীন পরিবেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে। যাতে শিশুদের আইনানুগ অধিকার সুরক্ষা ও সমুন্নত রাখা যায়। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় “শিশু আইন-২০১৩” বিষয়ে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শিশু আইন বিষয়ে আরো অধিকতর ধারণা অর্জন, আদালতের কর্মকর্তা হিসাবে আদালতকে ন্যায়ানুগ পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ সহ শিশু সম্পৃক্ত মামলা সমুহ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যাপকভাবে উপকৃত হবে এবং মেধা ও মননকে আরো উজ্জীবিত করবে। চিন্তাভাবনার ক্ষেত্রে আরো সুক্ষ ও গভীরভাবে মনোযোগী হওয়ার খোরাক জোগাবে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা টঘওঈঊঋ (টহরঃবফ ঘধঃরড়হং ওহঃবৎহধঃরড়হধষ ঈযরষফৎবহ ঊসবৎমবহপু ঋঁহফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ চলে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, ২ ও ৩ এর বিচারক (জেলা জজ) যথাক্রমে মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নুর এ আলম ও মোহাম্মদ আবু হান্নান, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ইউনিসেফ এর জাস্টিস ফর চিল্ড্রেন চাইল্ড প্রটেকশন সেকশন এর ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন রিসোর্স পারসন হিসাবে প্যানেল আইনজীবীদের প্রশিক্ষণ দেন। ২ দিন ব্যাপী গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলে।
প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি, সিনিয়র সহকারী জজ ও জেলা জজশীপের ইনচার্জ জজ ওমর ফারুক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
এছাড়া প্রশিক্ষণে টঘওঈঊঋ কক্সবাজার অফিসের চাইল্ড প্রটেকশন ম্যানেজার মি. প্যাট্টিক হালটন, চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট সুন্দর খানাল, চাইল্ড প্রটেকশন অফিসার আসমা আনোয়ার তন্দ্রা, চাইল্ড প্রটেকশন অফিসার শতাব্দী খাস্তগীর, জাস্টিস ফর চিল্ড্রেন এর প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম, জাস্টিস ফর চিল্ড্রেন প্রোগ্রাম এর ডিভিশনাল কো-অর্ডিনেটর জাবেদ হোসেন, কক্সবাজার জেলা জজ আদালতের নাজির বেদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মোক্তার আহমদ, অ্যাডভোকেট এস. এম শাহীনুল হক, অ্যাডভোকেট আবদুশ শুক্কুর, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ আবু সৈয়দ, অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল আলম, অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা, অ্যাডভোকেট হামিদা বেগম মুন্নী, অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এবিএম মহিউদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট এ.কে.এম এরশাদুল উল্লাহ মিল্টন, অ্যাডভোকেট ফিরোজ আলম, অ্যাডভোকেট সেলিম উদ্দিন রাজু, অ্যাডভোকেট শামসুল হক, অ্যাডভোকেট সোমেন দেব, অ্যাডভোকেট আমান উল্লাহ আমানু, অ্যাডভোকেট খালেদুল কবির, অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমিনি, অ্যাডভোকেট রিদুয়ান হাসান, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট শাহ আলম প্রমুখ অংশ নেন।

Related Articles

Back to top button