আন্তর্জাতিক

ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্কে রুশ হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্কে অঞ্চলে রাশিয়া হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১০ আগস্ট) স্থানীয় গভর্নর এই তথ্য নিশ্চিত করেন। 

ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ওই রাত একটি ভয়ানক রাত ছিল। ১১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তিনি পরবর্তী একটি পোস্টে যোগ করেছেন, রাতে আহত আরও দুইজন মারা গেছেন।

আঞ্চলিক পরিষদের প্রধান মাইকোলা লুকাশুক বলেন, নিহতদের মধ্যে রয়েছেন মারগানেট গ্রামের ১২ জন । গ্রামটি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দিনিপার নদীর অন্য দিকে অবস্থিত।

তিনি আরও বলেন, প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিছু উঁচু ভবন, একটি স্কুল, একটি সাংস্কৃতিক প্রাসাদ ও একটি সিটি কাউন্সিল ভবন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া শহরে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন। রেজনিচেঙ্কো বাসিন্দাদের বিমান হামলার সাইরেন শুনতে ও নিরাপদ আশ্রয় খোঁজার আহ্বান জানিয়েছেন।

ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া প্ল্যান্ট এখন রাশিয়ান সৈন্যদের দখলে আছে। এটি নতুন করে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে প্ল্যান্টের কাছে গোলাবর্ষণের অভিযোগ করেছে।

কিয়েভ বলছে, মস্কো এটিকে ইউক্রেনীয় বাহিনী থেকে রক্ষা করার জন্য সেনা ও গোলাবারুদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

Related Articles

Back to top button