আন্তর্জাতিক

ইউক্রেনের ৩ অঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের তিনটি অঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উচ্চ-নির্ভুল ক্ষমতাসম্পন্ন অস্ত্র দিয়ে ইউক্রেনের লভিভ, চেরনিহিভ ও ঝিতমির অঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থার বরাত দিয়ে রবিবার (২৬ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

তবে এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা পরিষ্কার করে বলা হয়নি। এর আগে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভে আঘাত হেনেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

Related Articles

Back to top button