কক্সবাজারবিনোদন

কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির ফাইনাল খেলা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত আন্ত: গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের রুমালিয়ারছড়া শহর পুলিশ ফাড়ির সামনস্থ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, “আমাদের পৃথিবীর মানবসভ্যতা সৃষ্টি করেছে শ্রমিক শ্রেণি। শ্রমিক ভাইয়েরাই পদ্মা সেতুর মতো সেতুগুলো নির্মাণ করেছে।”

এসময় জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, “নির্মাণ শ্রমিক একটি শিল্প, এই শিল্পকে ঘিরে প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কাজের ছোঁয়া আমরাই করি।”

সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নবাব বলেন, “নির্মাণ শ্রমিকরা শ্রমের পাশাপাশি বেকার সময়ে যেন মাদক থেকে দূরে থাকে সেই উদ্দেশ্যে এই খেলাধুলার আয়োজন।”

 

ফাইনাল পরবর্তী আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর আল হেলাল, নুরুল হূদা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ রোমেল,শহর পুলিশ ফাড়ির ইনচার্জ মহিউল ইসলাম, পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদার,পৌরসভার ৭ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি জাফর আলম সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

ট্রাইবেকারে স্যানিটারি এসোশিয়েশনকে হারিয়ে টুর্নামেন্টের বিজয়ী হয়েছে ইকরা ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button