কক্সবাজারখেলাচকোরিয়ামহেশখালী

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্নঃ শিরোপাজয়ী চকরিয়া উপজেলা।

ডেস্ক রিপোর্টঃ

অবশেষে নানা বাকবিতন্ডায় ও হট্টগোলের মধ্য দিয়ে কক্সবাজারে সম্পন্ন হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ৭ জুন ২০২২ইং তারিখ বিকেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা।

প্রচন্ত রোদ উপেক্ষা করে মাঠে গড়ানো কাঙ্খিত ফাইনালে অংশগ্রহণ করে মহেশখালী উপজেলা এবং চকরিয়া উপজেলা ফুটবল দল।

খেলার প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ গোল শূন্য শেষ হলেও ট্রাইব্রেকারে পরাশক্তি চকরিয়া মহেশখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলা শেষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপ কর্মকর্তা এমডি আবু হেনা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, জাফর আলম চৌধুরী, আবদুল খালেক, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, আয়োজক কমিটির সভাপতি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নাসিম আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সহ সভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল, আয়োজক কমিটির সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোসাইন নান্নু, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, খোরশেদ আলম, প্রভাষক জসিম উদ্দিন, এম.আর মাহবুব, পরেশ কান্তি দে, মোঃ নাছির উদ্দিন, আলীরেজা তসলিম, আজমল হুদা, এম. জাহেদ উল্লাহ, শোয়েব ইফতেখার, ওসমান সরওয়ার আলম ও ওমর ফারুক ফরহাদ প্রমুখ।

ক্রীড়াঙ্গনকে ধরে রেখে সমাজের তরূণদের সুন্দর ভবিষ্যত গড়ার প্রচেষ্টায় আগামীতে এই খেলা অব্যাহত রাখার কথা বলেন ক্রীড়ামোদী ও সচেতনমহল।

Related Articles

Back to top button