কক্সবাজাররামুসংগঠন সংবাদ

জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শোকর‍্যালী,আলোচনা সভা এবং গণভোজ অনুষ্ঠিত।

বিশেষ প্রতিবেদকঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকর‍্যালী, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করেছে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকেলে জোয়ারিয়ানালা ম্যারিজ পার্ক কমিউনিটি সেন্টারে এই আয়োজন অনুষ্টিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
তিনি বলেছেন, “আমার বেড়ে উঠার তীর্থস্থান জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ। তাই তৃণমূলের সকলের প্রতি আমার একটাই আহবান, ছাত্রলীগ কলম ধরো, মেধা দিয়ে বিশ্বকে জয় করো।”

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, “সুসংগঠিত জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগকে আগামীতে আরো বেশি গতিশীল এবং সক্রিয় করতে কক্সবাজার জেলা ছাত্রলীগ সর্বক্ষণ পাশে থাকবে।”

আলোচনা সভার পূর্বে সহশ্রাধিক নেতাকর্মীদের নিয়ে বিশাল শোকর‍্যালী জোয়ারিয়ানালা ষ্টেশনের প্রধান ফটক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় যোগ দেয়।

জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তানভির সৌরভের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামু উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ শফিকুর রহমান টুনু।
এসময় আরো উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন সাহান, সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন সিকদার, সাবেক ছাত্রনেতা মাস্টার সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান জসিমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক এড. রেজাউল করিম কাজল, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারি মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ও কক্সবাজার সিটি কলেজের প্রভাষক আবদুল্লাহ আল নোমান, মনসুর আলম, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু ফয়েজ,তাহেরুল আলম কাজল, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল, তারেক উদ্দিন মিশুক সহ সকল যুগ্ম আহবায়কবৃন্দ, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিদ হোসেন সজিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাকের হোসেন সহ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়কবৃন্দ।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বিশাল গণভোজের আয়োজন করা হয়।

Related Articles

Back to top button