আইন-আদালতকক্সবাজারটেকনাফ

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি,পুলিশ সদস্য গুলিবিদ্ধ।

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ এপিবিএন সদস্যের নাম কাউসার আহমেদ। তার বাড়ি নোয়াখালীতে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যায় এপিবিএনের দল। পরবর্তীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন এক সদস্য।

Related Articles

Back to top button