কক্সবাজারমহেশখালীসংগঠন সংবাদ

ডিজিটাল আইল্যান্ডকে স্মার্ট আইল্যান্ডে পরিণত করার পেছনের গল্প রচনা করবে ছাত্রলীগঃএস এম সাদ্দাম হোসাইন

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন, “ডিজিটাল আইল্যান্ডকে স্মার্ট আইল্যান্ডে পরিণত করার পেছনের গল্প রচনা করবে ছাত্রলীগ।”

বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহেশখালী পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বীর বাঙ্গালী অস্ত্র ধরো,বাংলাদেশ স্বাধীন করো, সেই ধারায় বলতে চাই ছাত্রলীগ কলম ধরো, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ো।”

তার আগে উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে মহেশখালী পৌর ছাত্রলীগের আলোচনা সভার শুভ উদ্ভোধন ঘোষণা করেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজপথ থেকে তৃণমূলে চষে বেড়াতে হবে ছাত্রলীগকে।”

প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, “মানুষের পাঁচ মৌলিক অধিকারের একটি শিক্ষা, সেই শিক্ষাকে মৌলিক অধিকারে আনার আন্দোলনটি ছাত্রলীগের মাধ্যমেই অর্জিত হয়েছিল।”

মহেশখালী পৌর ছাত্রলীগের সভাপতি হাসান মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদুল আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন জনি, মুরাদ মাহমুদ চৌধুরী, ইসমাম রফিক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেত্রীবৃন্দ।

Related Articles

Back to top button