কক্সবাজারখেলাসংগঠন সংবাদ

তারূণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন- তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ ও সবল রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে, প্রশস্ত করে।

শুক্রবার বিকেলে রামুর চাকমারকুল ইউনিয়নে সি গ্রীন স্পোটিং ক্লাব মিয়াজিরপাড়া কর্তৃক মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।

এস এম সাদ্দাম হোসাইন বলেন- তরুণ সমাজ যেন একটি সুন্দর সমাজ বির্নিমান করতে পারে। মাদক থেকে দূরে এসে নিজেকে খেলাধুলায় নিয়োজিত রাখতে পারে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে নিয়োজিত থাকে। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- স্থানীয় সমাজসেবক গিয়াস উদ্দিন কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন- রামু থানার ওসি-তদন্ত অরুপ কুমার চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলি হোসেন কোম্পানি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ।

Related Articles

Back to top button