কক্সবাজাররামুসংগঠন সংবাদ

তুরস্কে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করেছে জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ

সম্প্রতি দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত মুমূর্ষু ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেছে জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ।

শুক্রবার বাদ জুমা রামুর জোয়ারিয়ানালা নতুন মোরাপাড়া আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদে এই দোয়া মোনাজাত করা হয়।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “তুরস্ক প্রথম আমাদের দেশে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, তাই তাদের সংকটকালে আজ আমরা দুহাত তুলে আল্লাহর কাছে চেয়েছি।”

এসময় জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তানভির রহমান সৌরভ বলেন, “ছাত্রলীগ সবসময় মানবতার দ্বারে ছুটে যায়। তাই তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করতে এবং আহতদের জন্য দূর থেকে আমাদের দোয়া প্রেরণ করতে চেয়েছি।”

এসময় রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক, রামু উপজেলা ছাত্রলীগ সদস্য এরশাদুল কায়সার সাকিব সহ জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button