সম্পাদকীয়

নানা কর্মসূচিতে কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে জাতীয় শোক দিবস পালিত।

বার্তা পরিবেশকঃ

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়াস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে মাসব্যাপী শোক দিবসের মাহাত্মে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ১৫ আগস্ট’২০২২ তারিখ সোমবার সকাল ৮.০০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অরুণোদয় স্কুল মাঠ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি ও নিবাসী শিশুদের অংশগ্রহণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আলোচনা সভায় অংশগ্রহণ করা হয়। অত:পর সকাল ১১.০০ টায় কেন্দ্রের বালক শাখা প্রাঙ্গণে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ এবং কক্সবাজার সদর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জাকারিয়ার উপস্থিতিতে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুপুর ১২টায় বালক শাখা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে এবং লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমার সঞ্চালনায় কেন্দ্রের নিবাসী শিশু মোঃ সোহাগ এর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( মানব সম্পদ ও উন্নয়ন) মো: নাসিম আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জাকারিয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মো: শাহজাহান আলী, এন,এস,আই কর্মকর্তা, ডিএসবি কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আ স ম আব্দুর রব, সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ । আলোচনা সভায় আলোচকবৃন্দ মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু ও তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সহ অন্যান্য শহীদ পরিবার বর্গের প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে স্মৃতিচারণ করেন। । বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এর নামে প্রতিষ্ঠিত কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী শিশুরা শিক্ষা ও প্রশিক্ষণ এর মাধ্যমে দেশের গর্বিত সন্তান হিসাবে গড়ে উঠবে। তিনি শিশুদের জাতীয় শোক দিবসের শোককে গভীরভাবে অনুধাবন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারণ করে দেশপ্রেমে জাগ্রত হওয়ার আহবান জানান। আলোচনা সভার শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতা,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও হাম-নাত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । অত:পর সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসাইন এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুস্থিত হয়। এর পরই বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এর গাঁথা সম্বলিত ‘‘ আলোর পথযাত্রী’’ শিরোনামে দেয়ালিকা দ্বাদশ সংখ্যা উম্মোচ্চন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও দিবসের কর্মসূচির অংশ হিসাবে নিবাসী শিশুদের মাঝে বিশেষ কাঙালী ভোজ ও মিলাদের তবারক পরিবেশন করা হয়। কেন্দ্র প্রাঙ্গনে শিশুদের কন্ঠে শোকাহত মাতমের সুর ভেসে আসে – যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই।

Related Articles

Back to top button