অর্থ-বানিজ্যজাতীয়

সোমবার থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

সোমবার থেকে সারাদেশে ফের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর ফলে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবার ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পাবে।

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম শুরু সোমবার থেকে। একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিকেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও জানায় টিসিবি।

Related Articles

Back to top button