ঈদগাঁওকক্সবাজাররামুসংগঠন সংবাদ

১৫বছর ধরে চলমান টুর্নামেন্টের ইতি টানতে দিলনা ছাত্রলীগ সভাপতি

 

বিশেষ প্রতিবেদকঃ

দীর্ঘ ১৫বছর ধরে ধারাবাহিকভাবে হয়ে আসা রামুর ঈদগড়ে এন আলম ক্রিকেট টুর্নামেন্ট নানা প্রতিকূলতার কারণে এবার শেষ টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজীবণ চলমান রাখার ঘোষণা দিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

রোববার বিকেলে টুর্নামেন্টের পরিচালক নুরুল আলম নুরু ফাইনাল খেলার আলোচনা সভায় শেষ টুর্নামেন্ট নিয়ে কথা তুললে তার জবাবে প্রধান অতিথির বক্তব্যকালে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “যেখান থেকে শেষ, সেখান থেকে শুরু করার জন্যই আমার বেড়ে উঠা। উক্ত টুর্নামেন্ট প্রতিবছর নুরুল আলম নুরুর নামেই একই স্থানে চলবে।”

তিনি আরো বলেন, “যে মানুষটি সমাজে তরূনদের মাদক থেকে দূরে রাখতে দীর্ঘ ১৫ বছর ক্রীড়ার মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন, তার প্রতি সম্মান রেখে আজীবন এই টুর্নামেন্টের মাধ্যমে ঈদগড়ের তরূনরা খেলাধুলায় মগ্ন থাকবে ইনশাল্লাহ।”

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের এমন বক্তব্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে স্থানীয় ক্রীড়াঙ্গনে ও জনমনে।

ঈদগড়কে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এমন আয়োজনকে অব্যাহত রাখার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে স্থানীয় সচেতনমহল।

এসময় আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টু, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন, কক্সবাজার সরকারি কলেজের সাবেক জিএস সিরাজুল হক রেজা, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রবীন, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button