আন্তর্জাতিক

৬৩ কোটি পিস ইয়াবাসহ ৬৪ কোটি ডলারের মাদক পোড়ালো মিয়ানমার।

আন্তর্জাতিক ডেস্ক:

আগুনে পুড়লো প্রায় সাড়ে ৬৪ কোটি ডলারের মাদক। রোববার, নেশাদ্রব্যের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত মিয়ানমার নিলো এই উদ্যোগ। খবর বার্তা সংস্থা এপির।

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে, ইয়াঙ্গুনে এ পদক্ষেপ নেয় সামরিক সরকার। ইয়াবা ছাড়াও আগুনে পোড়ানো হয় হেরোইন, গাঁজাসহ আরও বেশ কয়েক ধরনের মাদক এবং কাঁচামাল। বিভিন্ন সময় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছিলো। বিশ্বের অন্যতম মাদক উৎপাদনকারী দেশ মিয়ানমার। সীমান্তঘেষা হওয়ায় বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশেও পাচার করে, মাদক ব্যবসায়ীরা।

তবে কিছু কিছু বিশ্লেষক সতর্ক করে বলেছেন, জান্তা সরকারের এমন পদক্ষেপ একটি রাজনৈতিক কৌশলের অংশ মাত্র। তারা মাদক নিরাময়ের বিষয়ে তেমন আন্তরিক নয়।

Related Articles

Back to top button