কক্সবাজারকক্সবাজার সদর
Trending

আরো আড়াই হাজার জলবায়ু উদ্বাস্তু আশ্রয়ন প্রকল্পে উঠবেন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের খুরুস্কুলে বাস্তবায়িত হওয়া আশ্রয়ন প্রকল্পে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত থাকা ৬০টি ভবনে আরো আড়াই হাজার জলবায়ু উদ্বাস্তরা উঠবেন। বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন- খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করতে এসে এতথ্য জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়া।
শুক্রবার সকালে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লে. ক. আফজাল হোসেন প্রকল্পের লেখচিত্রের মাধ্যমে চলমান কার্যাবলী উপস্থাপন করেন। এসময় মূখ্য সচিব প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে চারপাশ সরেজমিনে পরিদর্শন করেন এবং বৃক্ষ রোপন করেন। পরে আশ্রয়ণ প্রকল্পের  উপকারভোগীদের সাথে তিনি মত বিনিময় করেন। এসময় তিনি বলেন,“ পৃথিবীর কোথাও জলবায়ু উদ্বাস্তদের পুনর্বাসন করা হয়নি, যা প্রধানমন্ত্রী আমাদের দেশে করেছেন।” জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ৩৪ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের প্রকল্প পরিচালক লে.ক. আফজাল হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইড মাহমুদ বেলাল হায়দার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ সহ সরকারি দপ্তর ও প্রকল্পের সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিগণ।
এসময় উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন তিনি। পরে ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্প ও আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button