কক্সবাজারহোয়াইক্যং
Trending

টেকনাফে মদ-বিয়ারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ও মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, লম্বাবিল, তেচ্ছি ব্রীজ এলাকার কোরবান আলীর ছেলে আহম্মদ হোছন (৩৫) এবং সৈয়দ আকবরের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন (২৫)। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছি ব্রীজ এলাকায় কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ২টি প্লাষ্টিকের বস্তা ফেলে কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশী বিয়ার ও মদসহ আটককৃত ব্যক্তিদের এবং অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button