কক্সবাজারকক্সবাজার সদর
Trending

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ আঞ্চলিক চ্যাম্পিয়ন

রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০২৩

নিজস্ব প্রতিবেদক
গতকাল ২৩ সেপ্টেম্বর কক্সবাজার শহীদ দৌলত অডিটরিয়ামে অনুষ্ঠিত রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কক্সবাজার অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১ম ও ২য় রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা শেষে ৪টি দলের মধ্যে সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেমিফাইনালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে কক্সবাজার মডেল হাই স্কুল এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের ‘এ’ দল ও ‘বি’ দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ-এর ‘এ’ দল ফাইনালে উত্তীর্ণ হয়। চূড়ান্ত পর্বে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলে অংশগ্রহণকারী বিতার্কিকগণ হলেন আবতাহী মো: আল জাওয়াদ, সাদিয়া রহমান ইবনাদ, উম্মে শায়লা ইসলাম রাহী। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা শায়লা ইসলাম রাহী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইসমাইল।
সকাল ৯টায় বিতর্ক বিষয়ক কর্মশালা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়ার মাননীয় সাংসদ আশেকউল্লাহ রফিক ও দেশ বরেণ্য বিতার্কিকগণ। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের বিতার্কিক দলের অভাবনীয় সাফল্যে সন্তুষ্ট হয়ে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বহু সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম ও একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং তাদের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Back to top button