কক্সবাজারচকোরিয়াসারাদেশ
Trending

চকরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার চকরিয়ায় থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে থানা পুলিশের সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার এম এম রকীব উর রাজা, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব চন্দন সরকার সঞ্চালনায় সভায় পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রদীপ কুমার দাশ, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু কুমার বসাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুধাংশু বিমল সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশসহ সকল ইউনিয়নের দুর্গা পূজা উদযাপন পরিষদের কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখে, চকরিয়ায় প্রতিমা ও ঘট পূজাসহ মোট ৯১টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তন্মধ্যে প্রতিমা পূজা ৪৮টি আর ঘট পূজা ৪৩টি। শান্তিপূর্ণভাবে যাতে দুর্গোৎসব সম্পন্ন করতে পারে এ লক্ষ্যে থানা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। ইতোমধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে থেকে সুষ্ঠু সুন্দর উদযাপনের লক্ষে কমিটি নেতৃবৃন্দের দের সাথে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে

Related Articles

Back to top button