কক্সবাজারকুতুবদিয়াসারাদেশ
Trending

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫৫ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের কুতুবদিয়ায় ডায়াগনস্টিক সেন্টার ও খাবার হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  বিকেলে কুতুবদিয়া এসিল্যান্ড জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন কারনে চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া খাদ্য নিরাপদ কর্মকর্তা আবদুল মালেক। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি খাবার হোটেল।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড়ঘোপ মেডিকেল গেইট এলাকায় নেছারের পরিচালনাধিন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, সাংবাদিক মান্নানের পরিচালনাধিন নিউ মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, ধুরুং বাজারে অবস্থিত অনুপম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ধুরুং মাছবাজারের ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান, ডাঃ শামীম রেজা, কুতুবদিয়া নিরাপদ খাদ্য কর্মকর্তা আবদুল মালেক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনির সদস্যরা।

Related Articles

Back to top button