আইন-আদালতউখিয়া

উখিয়ায় বনবিভাগের অভিযানে ১৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ।

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় হানা দিয়েছে বনবিভাগ। উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২ আগস্ট) দিনব্যাপী উখিয়া রাজাপালং নিউ ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে বন বিভাগের জায়গায় গড়ে উঠা ৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উখিয়া বনবিভাগ। তারই ধারাবাহিকতায় উখিয়া পাতাবাড়ী আশীষ দাশ, শীলের ছড়া মোস্তাক ও নিউ ফরেস্ট অফিসের সামনে খোকনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উখিয়া উপজেলার সকল অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, বিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু, বজলুর রশিদ, দুলাল চন্দ্র, সাজ্জাদ।

Related Articles

Back to top button