কক্সবাজারটেকনাফসারাদেশ
Trending

টেকনাফে ৪ দিন পর অপহ্নত বনপ্রহরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বন প্রহরীকে অবশেষে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা পাহাড় হতে উদ্ধার করা হয়েছে। ০৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা পাহাড়ে তাদের খোঁজ পাওয়া যায়। এর আগে অপহরণকারীরা তিন প্রহরীর পরিবারের কাছ থেকে ৬০ লাখ মুক্তিপণ দাবি করে আসছিল।
গত শুক্রবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় অপহৃত হন তারা। এরপর থেকে পরিবারের কাছে মুক্তিপণে ৬০ লাখ টাকা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। অবশেষে চারদিনের মাথায় তাদের উদ্ধার করা হয়।
অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো: শাকের (২০) একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তাঁরা তিনজনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, চারদিনের মাথায় বন পাহারাদার পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে সন্ত্রাসীরা। এরপর থেকে স্থানীয়দের সহায় তাদের উদ্ধারে পুলিশ পাহাড়ে অভিযান শুরু করে। এ বিষয়ে টেকনাফ বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, পুলিশ-জনতার সহতায় আমাদের অপহৃত তিন বন কর্মীকে উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ বলেন, অপহৃত বনকর্মীদের পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে কিনা সে বিষয়টি আমার জানা নেই। এখনো পাহাড়ে আমাদের অভিযান চলছে। পরে বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

Back to top button