কক্সবাজার

করোনার সংক্রমণ আবারো বেড়েছে কক্সবাজারে।

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। কক্সবাজার জেলা স্বাস্থ বিভাগের তথ্যমতে গত ১ সপ্তাহে কক্সবাজারে সংক্রমণের সংখ্যা ৫১ জনে দাড়িয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রতিদিন গড়ে ১৮০-২০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। যেখানে শতকরা সংক্রমণের হার ৯ শতাংশ।

পরিসংখ্যান বলছে, গত তিন মাস আগে থেকে শেষ১৫ দিনের আগ পর্যন্ত সংক্রমণের সংখ্যা শূন্যের কোটায় ছিল। কিন্তু বিগত ১৫ দিন জেলার স্বাস্থ পরিণতি দিনদিন খারাপের দিকে ধাবিত হচ্ছে।

জেলা স্বাস্থ বিভাগের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান জানান, “মানুষ করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে দেখে করোনার ভয়াবহতাকে ভুলতে বসেছে। তাই আবারো সচেতনতার বিকল্প আগে ও ছিল না, এখনো নেই।”

গত ১৯জুন ১৭০ জনের নমুনায় পরীক্ষায় ১৭জন করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে ৮জন কক্সবাজার সদর উপজেলায় শনাক্ত হয়েছে। যেখানে অধিকাংশই হাসপাতালের চিকিৎসক, নার্স বলে জানা যায়। তবে যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানান চিকিৎসকরা।

Related Articles

Back to top button