সম্পাদকীয়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, হেডমাঝিসহ গুলিবিদ্ধ ৩

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ক্যাম্পের হেডমাঝিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন— ৪নং ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ হোসেন (৫০), একই ক্যাম্পের বাসিন্দা পেঠান আলী (৪০) ও নুর হোসেন (৩৮)।

বিষয়টি সেলফোনে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক।

তিনি বলেন, ‘সন্ধ্যায় ক্যাম্প-৪-এর হেডমাঝিসহ তিনজনকে গুলি করে দুর্বৃত্তরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’ এ ঘটনায় জড়িতের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

৪নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা দাবি করেন, উগ্রপন্থী সংগঠন আরসা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আরসা কমান্ডার ফারুকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল সন্ধ্যার দিকে এই হামলা চালায়।’

এ ঘটনার পর ৪নং রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

Related Articles

Back to top button