কক্সবাজারকক্সবাজার সদরসারাদেশ
Trending

কক্সবাজার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের কউকের সংবর্ধনা ও মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌরসভাকে সাথে নিয়ে চলমান উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার (অব.)। এসময় তিনি কক্সবাজারকে মনোরমভাবে সাজাতে নবনির্বাচিতদের সহযোগিতা কামনা করেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় কউকের মাল্টিপারপাস হল রুমে কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় এ কথা জানান।
কউক চেয়ারম্যান বলেন, ‘কক্সবাজার পৌরসভায় মাহবুবুর রহমান চৌধুরীর মতো দক্ষ মানুষ দায়িত্বে আসায় খুশি হয়েছি। আশা করি মেয়র মাহাবুর নেতৃত্বে এগিয়ে যাবে কক্সবাজার পৌরসভা। কক্সবাজারের সার্বিক উন্নয়নে কউকও পৌরসভার পাশে থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীল ঐকান্তিক ইচ্ছায় কক্সবাজারের বিভিন্ন মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ সকল প্রকল্পের সুফল যথাযথভাবে পেতে এবং কক্সবাজারকে একটি আন্তর্জাতিকমানের পর্যটন নগরীতে রূপান্তরিত করতে কউক নানা উদ্যোগ গ্রহণ করছে। ইতিমধ্যেই কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেয়া হয়েছে । এ ছাড়াও পর্যটনের প্রসার ও সহায়ক অবকাঠামো নির্মাণের জন্য ৩০টি প্রকল্পের কাজ হাতে নেয়া হচ্ছে।’
কউকের সাথে পৌরসভার মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরে কমডোর আবছার বলেন, ‘কক্সবাজার শহরের কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা, মেইন রোড সংলগ্ন এলাকা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, সমুদ্রসৈকতর পরিচ্ছন্নতা, কলাতলী সড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রমে পৌরসভার সহায়তা প্রয়োজন। এছাড়াও শহরের ড্রেনেজ ব্যবস্থাপনা, পার্ক স্থাপন, দৃষ্টিনন্দন মসজিদ তৈরি, কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয় ও একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা এবং কক্সবাজার ও মহেশখালীর মধ্যে ফেরি সার্ভিস চালুকরণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা একান্ত জরুরি বলেও তিনি জানান।
কউক চেয়ারম্যান বলেন, ‘আমাদের ভিশন হলো ট্যুরিজমকে উন্নত করা, পরিকল্পিত ও পর্যটনবান্ধব উন্নয়নের মাধ্যমে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরা। কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও পৌরসভার কার্যক্রম প্রশংসার দাবীদার। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আগামী দিনগুলোতে জেলা প্রশাসন, পৌরসভা ও কউক সমন্বিতভাবে কাজ করে যাবে।’
কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ‘কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন স্পট করার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দিয়েছেন। আশা করি তিনি কক্সবাজারকে মনের মতো করে সাজাতে পারবেন। এক্ষেত্রে কক্সবাজার পৌরসভার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে। কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করে গড়ে তুলতে আমরা সবসময় কউকের পাশে আছি। কউক যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে তা বাস্তবায়নে জেলা প্রশাসনসহ একসঙ্গে কাজ করে যাবো। সকলে মিলেমিশে কাজ করে এই কক্সবাজারকে আধুনিক, পরিচ্ছন্ন শহর হিসেবে উপহার দেবো।’ এ সময় কউক এর সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, কউক সচিব আবুল হাসেম, কক্সবাজার পৌরসভার কাউন্সিলরগনসহ কউক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button