জাতীয়
Trending

স্থায়ী কমিটির নেতাদের সিঙ্গাপুর যাওয়া নিয়ে যা বললেন রিজভী

ডেস্ক নিউজ
বিএনপির নেতারা গুরুতর অসুস্থ, তাঁরা সিঙ্গাপুরে কোনো বৈঠক করতে যাননি বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী দাবি করেন, নেতাদের সিঙ্গাপুরে যাওয়া নিয়ে যেসব আলোচনা চলছে সেগুলো বানোয়াট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা জানানো শেষে আজ রবিবার(২৭ আগস্ট) সকালে এসব দাবি করেন রিজভী।
চলতি বছরের ২৭ জুন থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২৪ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী-কন্যাসহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিএনপি নেতাদের চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  এদিকে আগে থেকেই চিকিৎসাজনিত কারণে থাইল্যান্ডে অবস্থান করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শিলং আদালতের আদেশে মুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদও অবস্থান করছেন দিল্লিতে।
সরকার পতনের এক দাবিতে চলমান যুগপৎ কর্মসূচির মধ্যেই বিএনপি নেতাদের এমন বিদেশ যাওয়া নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এই আলোচনা-সমালোচনার জবাবে রিজভী বলেন, বিএনপি নেতারা সিঙ্গাপুরে চিকিৎসার নামে মূলত বৈঠক করতে গেছেন বলে যা প্রচার হচ্ছে তা অপপ্রচার, বানোয়াট। নেতারা গুরুতর অসুস্থ বলেই সিঙ্গাপুরে গিয়েছেন বলেও জানান এই নেতা।
নজরুলকে স্মরণ করে রিজভী বলেন, মতপ্রকাশের স্বাধীনতাহীনতার এ সময়ে জাতীয় কবি কাজী নজরুল আজও প্রাসঙ্গিক। দুঃশাসন থেকে মুক্তি পেতে কাজী নজরুলের গান উদ্দীপ্ত করবে।

Related Articles

Back to top button