কক্সবাজারশিক্ষাসংগঠন সংবাদ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বপ্ন’র চিত্র প্রদর্শনী।

কক্সবাজার প্রতিনিধিঃ

প্রকৃতির উপকরণ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে হাতে আঁকা চিত্রকর্ম প্রদর্শনী হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

সোমবার (০৫ ডিসেম্বর) লাবণী পয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান “স্বপ্ন” নামের এক সমাজিক সংগঠন।

“স্বপ্ন” সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন জানান, দীর্ঘ দিন ধরে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত মেধাবী তরুণদের নিয়ে কাজ করা সংগঠনটি প্রধানমন্ত্রীর আগমনী বার্তা এবং দেশজুড়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষ থেকে শুরু করে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের কাছে পৌছে দিতে এমন উদ্যোগ৷

প্রদর্শনীতে স্হান পাবে সমুদ্রের বালি দিয়ে আঁকা প্রধানমন্ত্রীর ছবি, ৭ মার্চের ভাষনের ক্যাসেট এর ফিতা,পেরেকের কারুকার্য,কয়েন,চা পাতার রস,বিনি সুতো দিয়ে আঁকা বঙ্গবন্ধুর ছবি এবং পদ্মাসেতু সহ কক্সবাজারে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের উপর প্রকৃতির উপকরণ দিয়ে হতে আঁকা চিত্রকর্ম।

রামুর কৃতি সন্তান কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাইদের হাতে আঁকা একক এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা৷

শিল্পী সাজ্জাদ বলেন বালি দিয়ে আঁকা প্রধানমন্ত্রীর চিত্রকর্মটি কক্সবাজারে ৭ ডিসেম্বরের জনসভায় প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিতে চান এবং সমুদ্রে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীর মাধ্যমে মানুষের মাঝে উন্নয়ন নিয়ে চলমান কর্মকান্ড উপস্থাপন করতেই এই প্রয়াস।

স্বপ্ন’র সভাপতি সুমুত বড়ুয়ার সভাপতিত্ত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চিত্র প্রদর্শনী পরিচালনা পর্ষদের সদস্য মঈন উদ্দিন জনি, মুরাদ মাহমুদ চৌধুরী, ইমরানুল হক সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button