আইন-আদালতটেকনাফ

রোহিঙ্গা ক্যাম্প থেকে এক আরসা কমান্ডারসহ আটক-২।

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে দুইজন রোহিঙ্গা ডাকাত কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন ১৬ এর সদস্যরা। তাদের কাছ থেকে দেশিয় তৈরি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং এর ২২ নং ক্যাম্পের সি ব্লকে অভিযান চালায় এপিবিএনের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হওয়া রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা পালানোর সময় মোহাম্মদ আলমের পুত্র আবুল বশর প্রকাশ ওমর (৩৪) ও মোঃ রশিদের পুত্র রহমত উল্লাহ (১৯) কে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রাম দা এবং ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবুল বশর প্রকাশ ওমর কথিত সন্ত্রাসী সংগঠন আরসার কারাতে প্রশিক্ষন টিমের কমান্ডার বলে জানিয়েছে ১৬ এপিবিএন। তাদের একজন বালুখালী ক্যাম্প ৪, অপর জন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

Related Articles

Back to top button