টেকনাফসারাদেশ
Trending

টেকনাফ বাহারছড়ায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণ!

পাঁচদিন পার হলেও উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় ভিকটিম পরিবার

নিজস্ব প্রতিনিধি টেকনাফ
বাহারছড়া মারিশ বনিয়া এস’ই’এস’ডিপি মডে উচ্চ বিদ্যালয় থেকে ফেরার পথে অপহরণের শিকার হয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। গত (২৩ আগষ্ট) বুধবার সন্ধ্যার সময় এই ঘটনাটি ঘটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ওই ছাত্রী মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নুর আহমদের পুত্র হোসেন আলী, সরওয়ার, পিতা মাদু, হেলাল, পিতা মৃত আব্দু রশিদ, মনোয়ার পিতা মৃত গুরা চাঁন, মোঃ রাসেল পিতা মৃত শামসু ও অজ্ঞাত ৩/৪ সহ তাদের সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে।
অপহৃত শিক্ষার্থীর সহপাঠী ও স্বজনরা জানান, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো হোসেন আলী। এই বিষয়ে হোসেন আলীর পরিবারকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ড এলজিইডি সড়কের কচ্চপিয়া বড় কবরস্থান সংলগ্ন এলাকায় বখাটে হোসেন আলী ও তার সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।
এদিকে অপহণের পাঁচদিন পরও মেয়ের কোনো খোঁজ না পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অপহ্নত ছাত্রীর মা ফরিদা বেগম। তিনি জানান, বুধবার বিকালে আমার মেয়েকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেয় হোসেন আলী ও তার সহযোগীরা। এখনও পর্যন্ত আমার মেয়ের কোনো খোঁজ খবর পাই নাই। থানায় অভিযোগ করেছি। পুলিশ বলছে, তারা গুরুত্ব সহকারে দেখছে। বর্তমানে ভিকটিম পরিবারকে বিভিন্ন ভাবে হুম ধমকি দিয়ে যাচ্ছে অপহরণকারী হোসেন আলীর পরিবার। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এবিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অপহ্নত ছাত্রী উদ্ধার ও পরিবারকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন। এবিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুশিউর রহমান বলেন, অভিযোগ হাতে পায়নি। যদি অভিযোগ হাতে পেলে দ্রুত মেয়েটিকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

Back to top button