কক্সবাজাররামুসারাদেশ
Trending

ঈদগড় একটি বৌদ্ধ বিহার (মন্দিরে) দুর্ধর্ষ চুরি সংগঠিত

নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ৬ নাম্বার ওয়ার্ডে চাতই পাড়া এলাকায় একটি বৌদ্ধ বিহারে গতকাল ১৭ সেপ্টেম্বর (রবিবার) রাতের প্রথম প্রহরে (রাত ৩টায়) একটি সঙ্ঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্র্ধষ চুরি সংঘটিত করে। এ সময় চোরের দলেরা বৌদ্ধ বিহারে ভান্তের রক্ষিত আলমারি ও দান বক্স ভেঙ্গে স্বর্ণালংকার ৩টি মোবাইল সেট ও বারান্দায় রক্ষিত একটি মোটরসাইকেল ও বেশ কিছু নগর টাকা চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোরের দলেরা ভান্তের মূল প্রবেশদ্বারের দরজা তালাবদ্ধ করে চলে যায়। জানা যায় চুরি সংগঠিত সময় উক্ত বুদ্ধ বিহারের ভান্তে নিজস্ব একটি কক্ষে গভীর ঘুমে ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দলেরা এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে এই প্রতিবেদক পরিদর্শনে গিয়ে পার্শ্ববর্তী লোকদের সাথে কথা হলে ঘটনা সত্যতা নিশ্চিত করেন। বিষয়টির ব্যাপারে উক্ত বিহারের ভান্তের সাথে মুঠোফোনে জানতে চাইলে ঘটনা সঠিক বলে জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ভান্তে মামলার প্রস্তুতির কাজে রামু থানা কম্পাউন্ডে রয়েছে বলেও জানান।
বিষয়টার ব্যাপারে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নয় বলে জানান।

Related Articles

Back to top button